Wednesday, 22 January, 2025
Logo

১৫ই জানুয়ারির মধ্যে বিপ্লবের ঘোষণাপত্র চায় বৈষম্যবিরোধীরা


প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

আগামী ১৫ই জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে সরকারকে সময় বেঁধে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচি থেকে এ আলটিমেটাম দেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

মূলত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের জন্যই ৩১শে ডিসেম্বরের কর্মসূচির ডাক দিয়েছিল তারা। কিন্তু, নানা নাটকীয়তার পর সোমবার মধ্যরাতে কর্মসূচির নাম পাল্টে হয়ে যায় 'মার্চ ফর ইউনিটি'।

পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই ব্যানার ফেস্টুন নিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হতে শুরু করেন।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যেমন ব্যাপক জমায়েতের প্রত্যাশার কথা জানানো হয়েছিল বাস্তবতা ছিল তারচেয়ে ভিন্ন।

আগেরদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ দেড় থেকে আড়াই লাখ জমায়েতের কথা বলেছিলেন। তবে নির্ধারিত সময় বিকেল তিনটা পেরিয়ে যাওয়ার পরেও শহীদ মিনার প্রাঙ্গণের বাইরের দিকটা ফাঁকা ছিল।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। তাদের ব্যানার ফেস্টুনে 'প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন' বা 'জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের' সমর্থনে স্লোগান লেখা ছিল।

সোহরাওয়ার্দী উদ্যানে একই সময়ে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্ রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন চলছিল। সেই সম্মেলন শেষ হওয়ার পর শহীদ মিনার এলাকা জনসমাগমে পূর্ণ হয়ে ওঠে।

BBC

Share

আরো খবর


সর্বাধিক পঠিত