Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

দলীয় কোটায় বুদ্ধিজীবীর তালিকা আর দেখতে চায় না গণঅধিকার পরিষদ


প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :

আজ মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর কেন্দ্রীয় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গণঅধিকার পরিষদের শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, আমরা ৭১ পরবর্তী সময়ে ৫৪ বছর পেরিয়ে গেলেও শহীদ বুদ্ধিজীবীেদর একটি নির্ভূল সঠিক তালিকা আজও পাইনি। দেশ স্বাধীন হওয়ার পর যারা ক্ষমতার চেয়ারে বসছে তারাই জনগণের সাথে প্রতারণা করেছে।

দলীয় কোটা, ভাই কোটা আপা কোটা গোপালগঞ্জ কোটায় শহীদদের তালিকা আমর দেখেছি বিগত দিনগুলোতে, যা বাংলাদেশের স্বাধীনতার সাথে পুরোপুরি প্রতারণা। আগামীকাল আমরা তরুণদের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিনির্মাণ করবো। ভারতে বানানো মুক্তিযুদ্ধের ইতিহাস আর বাংলাদেশে চলবেনা

যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, গণঅধিকার পরিষদের আজকের এই শ্রদ্ধা নিবেদন পরবর্তী সময়ে আমর দেশবাসীকে একটা কথায় বলবো, আর যাতে বাংলাদেশে দলীয় বিবেচনায় বুদ্ধিজীবীর নামে বিকলাঙ্গজীবী তৈরি না হয়।

আরও উপস্থিত ছিলেন গণনেতা আরিফ বিল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ, সোহেল রানা প্রমূখ।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত