Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

সোনাগাজীতে (ফেনী) যুবলীগ-ছাত্রলীগ নেতা গ্রেফতার


প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

আল মামুন, সোনাগাজী:

ফেনীর সোনাগাজী পৌর যুবলীগের মুকুট বিহীন সম্রাট সভাপতি নাছির উদ্দিন অপু ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সোনাগাজী উপজেলা সহ-সভাপতি আব্দুল জলিলকে পৃথক স্থান থেকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ ও ঢাকা বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশ।

আজ ১৪ ডিসেম্বর শনিবার সকালে, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ সোনা গাজী যুবলীগের সভাপতি নাছির উদ্দিন অপু এবং বিকালে উপজেলার চানমিয়ার দোকানের সামনে থেকে ছাত্র লীগের উপজেলা সহ-সভাপতি জলিলকে গ্রেফতার করে সোনাগাজী মডেল থানা পুলিশ।

জানা যায়, নাছির উদ্দিন অপু দেশের বাহিরে চলে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে বিমান বন্দর থানা হস্তান্তর করে। অপরদিকে আব্দুল জলিলকে স্থানীয় এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উভয় ই ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও অস্ত্র মামলার এজাহার ভূক্ত আসামী।

নাছির উদ্দিন অপু উত্তর চরছান্দিয়া গ্রামের মৃত মৌলভি মফিজুর রহমান এবং আব্দুল জলিল দক্ষিন চর সাহাভিকারী গ্রামের নবী আলমের পুত্র।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বায়জিদ আকন্দ উভয়কে গ্রেফতারের বিষযটি নিশ্চত করেছেন। এবং তাদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানান।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত