প্রকাশিত: / বার পড়া হয়েছে
পাবনার আটঘরিয়া উপজেলা একদন্ত ইউনিয়ন ষাইটগাছা গ্রামে নায়েব আলীর মেঝো মেয়ে কামরুন্নাহার তমা (১৯) কে গণ ধর্ষণের আলামত সহ লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত ২৩শে ডিসেম্বর হতে ভিকটিম কে অনেক খোঁজা খুঁজি করার পর ২৪ তারিখ বেলা ১১ টার দিকে তার বাড়ির পাশের এক বাঁশ বাগানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে আটঘরিয়া থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে আটঘরিয়া সার্কেল অফিসার বিল্পব জানান, লাশের সুরতহাল সংগ্রহ করছি ময়নাতদন্তের পরে জানা যাবে প্রকৃত ঘটনা কি? তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গণধর্ষণ করে গলায় চাদর পেচিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসা বাদের জন্য বাবা, মা ও চাচা কে থানায় নেয়া হয়েছে।