প্রকাশিত: / বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
ফেনী দাগনভুঞা উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত উপজেলা পর্যায়ের কর্মকর্তাগন এবং সুশীল সমাজের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা আজ ৯ ডিসেম্বর সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার স. ম আজহারুল ইসলামের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান, সিও লে. ক. মোহাম্মদ মোশাররফ হোসেন, সার্কেল এস পি, তাসলিম উদ্দিন, দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার স. ম আজহারুল ইসলাম নবাগত জেলা প্রশাসক সাইফুল ইসলাম এবং দাগনভূঞা উপজেলার পরিচিত তুলে ধরে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।
সুশীল সমাজের পক্ষে বক্তব্যে রাখেন দাগনভুঞা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ইয়াসিন সুমন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নুর হোসেন, সরকারী আতার্তুক স্কুলের প্রধান শিক্ষক এনায়েত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বাজার কমিটির সাধারন সম্পাদক লিটন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাগনভূঞা উপজেলার সমন্বয়ক সাজ্জাদ হোসেন ফাহিম, নাজিম উদ্দীন, দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী সালেহ উদ্দিন, দাগনভূঞা পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন।
সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের বক্তব্যে বিগত ৫ আগষ্ট পূর্বের সময়ের চেয়ে বর্তমান সময়ে আইন শৃঙ্খলা অনেক টা স্বাভাবিক রয়েছে মর্মে, চাঁদাবাজী, টেন্ডারবাজী, দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ, ছাত্র জনতা হত্যার আসামীদের দূর্ত গ্রেপ্তার, দাগনভূঞা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ, দাদরা খাল দখলমুক্ত করে সংষ্কার, বাজারে পাবলিক টয়লেট স্থাপন, মাদক ও কিশোর গ্যাং ধমনে প্রশাসনকে ভুমিকা রাখার আহব্বান করেন।
প্রশাসনের পক্ষে বক্তব্য রাখেন, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, ফেনী জেলা পুলিশ সুপার হাবীবুর রহমান, এবং অনুষ্ঠানের প্রধান অতিথি, জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি, ফেনী জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, আমার প্রশাসন কোন ভাবেই অপরাধীদের ছাড় দিবে না, তবে যারা অপরাধী নয় তাদের বিষয়ে যাচাই বাচাই করে ব্যাবস্থা নিতে আমরা কাজ করছি, তিনি উপস্থিত জনতাকে আইন শৃঙ্খলা ঠিক রাখতে সঠিক তথ্য দিয়ে প্রশাসন কে সহযোগিতার পাশাপাশি নানাবিধ ষড়যন্ত্রের বিষয়ে সবাই কে সতর্ক থাকার অনুরোধ করেন।
প্রধান অতিথি ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার সমাপনী বক্তব্যে সুশীল সমাজের কথাগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করে গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ নিতে নির্বাহী অফিসার স. ম আজহারুল ইসলাম কে নির্দেশ দেন, এবং কোন প্রতিবন্ধকতা আসলে তিনি সকল ধরনের সহযোগিতা করবেন বলে আস্বস্ত করেন।
উপজেলা বাসীর উদ্দেশ্যে তিনি বলেন আপনারা সকলে আইন মানবেন এবং আইনের প্রয়োগ ত্বরান্বিত করতে প্রশাসনকে সহযোগীতা করবেন। আসা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় গনঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবো।
এর আগে অনুষ্ঠানের শুরুতে, পবিত্র কোরআান তেলোয়াত, গীতা পাঠ এবং ২৪ শের গনঅভ্যুত্থানে নিহত শহীদদের স্বরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়।