Wednesday, 22 January, 2025
Logo

দাগনভূঞা কমিটি দ্বন্দে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিক শাখাওয়াত লাঞ্চিত


প্রকাশিত: / বার পড়া হয়েছে


নিজস্ব প্রতিবেদক :

ফেনী, দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির কমিটিকে কেন্দ্র করে ২৪ শে ডিসেম্বর মঙ্গলবার বিকালে দাগনভূঞা বাজারে উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক মাজেদ অশ্রু বাজারে একটি মিছিল বের করে, এর পরে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক  আশ্রাফুল ইসলাম জাবেদ এর সাথে পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন এর হতাহাতি হয়।

এক পর্যায় স্বপন গ্রুপের লোক জনের সাথে জাবেদ গ্রুপের লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

জাবেদ মূলত সদ্য ঘোষিত  দাগনভূঞা উপজেলা কমিটির আহবায়ক আকবর হোসেন গ্রুপের লোক।

এক্ষেত্রে দৈনিক গণমুক্তির দাগনভূঞা প্রতিনিধি শাখাওয়াত হোসেন টিপু নিউজ করতে গেলে তাকে শারিরীক ভাবে লাঞ্চিত করে এবং তার মোবাইলে তোলা ছবি ও ভিডিও স্বপন গ্রুপের লোকজন তাৎক্ষণিক মোবাইল নিয়ে ডিলেট করে দেয়।

সাংবাদিক শাখাওয়াত হোসেন টিপুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আকবর গ্রুপ ও স্বপন গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় মোবাইলে ছবি ও ভিডিও করতে গেলে স্বপন গ্রুপের লোকজন আমার উপর হামলা করে কিল ঘুসি মেরে আমার থেকে মোবাইল চিনিয়ে নিয়ে ভিডিও ও ছবি ডিলেট করে দেয়।

ছাত্র দল নেতা কাজী জামসেদুর রহমান ফটিকের সাথে যোগাযোগ করা হলে তিনি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং দলের পক্ষ থেকে ক্ষমা প্রার ্থনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লুৎফর রহমান জানান, মৌখিক ভাবে শুনেছি এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত