Wednesday, 22 January, 2025
Logo

সূর্যের খুব কাছাকাছি নাসার মহাকাশযান


প্রকাশিত: / বার পড়া হয়েছে


নাসার মহাকাশযান ‘পার্কার সোলার প্রোব’ পৌঁছেছে সূর্যের কাছাকাছি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

এই প্রথম সৌরজগতের জ্বলন্ত গ্রহ সূর্যের এতটা কাছাকাছি পৌঁছেছে কোনো মহাকাশযান। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ‘পার্কার সোলার প্রোব’ শুক্রবার (২৭ ডিসেম্বর) সূর্যের ৩৮ লাখ মাইল কাছে যেতে সক্ষম হয়েছে, নিজেকে অক্ষত রেখেই। খবর বিবিসি ও ইউরো নিউজের।

নাসা জানিয়েছে, মহাকাশযান পার্কার সোলার প্রোব শুক্রবার সূর্যের কাছাকাছি গিয়ে একটি ‘আলোক সংকেত’ পাঠিয়েছে। মহাকাশ যানটি সূর্যপৃষ্ঠের ৬০ লাখ কিলোমিটার (প্রায় ৩৮ লাখ মাইল) কাছাকাছি দুরত্বে গিয়ে এ সংকেত পাঠায়।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের লরেল সিটিতে অবস্থিত জনস হপকিনস অ্যাপ্লায়েড ফিজিকস ল্যাবরেটরিতে (এপিএল) বসে পার্কার সোলার প্রোব পরিচালনা করা হচ্ছে। প্রোবটির পাঠানো আলোক সংকেত পেয়েছেন এপিএলে থাকা নাসার বিজ্ঞানীরা।

নাসার বিজ্ঞানীরা জানান, সূর্যকে ক্লোজ-আপ দেখার জন্য ২০১৮ সালে চালু করা হয় পার্কার সোলার প্রোব। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রোবটি ঘণ্টায় প্রায় ৪ লাখ ৩০ হাজার মাইল গতিতে সূর্যের দিকে ছুটতে শুরু করে।

শুক্রবার ওয়াশিংটন সময় সকাল ৭টায় সেটি সূর্যপৃষ্ঠের ৬০ লাখ কিলোমিটার কাছ দিয়ে উড়ে যায়। এ সময় প্রোবটিকে সর্বোচ্চ ১৮০০ ফারেনহাইট বা ৯৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে হয়েছে।

গবেষকরা বলছেন, আরও দু'বার সূর্যের কাছাকাছি পৌঁছনোর কথা পার্কার সোলার প্রোবের। আগামী ১ জানুয়ারি নিজের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাঠা বে মহাকাশযানটি। এর আগে আর কোনো মহাকাশযান সৌরজগতের জাজ্বল্যমান তারকা সূর্যের এত কাছাকাছি যেতে পারেনি।

পদার্থবিদ ইউজিন পার্কারের নামে নামকরণ করা হয়েছে পার্কার সোলার প্রোব সৌরযানটির। ২০১৮ সালের আগস্টে সাত বছরের জন্য মহাকাশে অভিযানে পাঠানো হয় প্রোবটিকে।

তথ্য অনুযায়ী, প্রোবটি সূর্যের এতটা কাছাকাছি যাওয়ার ফলে নক্ষত্রটি সম্পর্কে নতুন তথ্য জানা যেতে পারে। এসব তথ্য বিশ্লেষণে সূর্যের চারপাশের উত্তপ্ত অঞ্চল ও সৌরবায়ুর উৎস সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা দেবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত