Wednesday, 22 January, 2025
Logo

আরাকান আর্মি ও মিয়ানমার সরকার — উভয়ের সঙ্গেই যোগাযোগ রাখছে বাংলাদেশ


প্রকাশিত: / বার পড়া হয়েছে


অনলাইন ডেস্কঃ

মিয়ানমার সরকার এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি — উভয়ের সঙ্গেই যোগাযোগ রাখছে বাংলাদেশ। সোমবার টেকনাফ সীমান্ত এলাকা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানান।

তিনি বলেন, আরাকান আর্মি মিয়ানমারের রাখাইন রাজ্যের উল্লেখযোগ্য অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশ মিয়ানমারের সামরিক জান্তা সরকার এবং আরাকান আর্মির উভয়ের সঙ্গেই যোগাযোগ রাখছে।

সাম্প্রতিক রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে উপদেষ্টা উল্লেখ করেন, ৫০ থেকে ৬০ হাজার রোহিঙ্গা সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর নজর এড়িয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে। তিনি বলেন, নতুন করে আসা রোহিঙ্গাদের নিবন্ধন বা তাদের আশ্রয় দেওয়ার বিষয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।

জাহাঙ্গীর আলম আশ্বস্ত করে বলেন, বাংলাদেশের সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে এবং স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।  তিনি রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশে কিছু অসাধু বাংলাদেশি দালালের জড়িত থাকার কথা স্বীকার করেন।

উপদেষ্টা অঞ্চলটিতে দীর্ঘকাল ধরে চলে আসা মাদক ব্যবসার বিষয়টিও উল্লেখ করে বলেন, ‘এই এলাকা (টেকনাফ) মাদক ব্যবসার জন্য কুখ্যাত।’ তিনি বলেন, এই সমস্যা মোকাবেলায় সকলের সহযোগিতা প্রয়োজন। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে একা এটা সম্ভব নয়।

এর আগে তিনি হেলিকপ্টারযোগে ঢাক া থেকে টেকনাফে যান। বিজিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী তার সঙ্গে ছিলেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত