প্রকাশিত: / বার পড়া হয়েছে
গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা: ফেনী প্রসঙ্গ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে ফেনী পৌরসভার কনফারেন্স রুমে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট- সিজিডি।
সিজিডি’র নির্বাহী পরিচালক সাইদুল ইসলামের পরিচালনায় ও সিজিডি’র চেয়ারম্যান এ. জি. এম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, প্রধান বক্তা ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. মোহাম্মদ রেজুয়ানুল হক।
সেমিনারে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন ড. আহমেদ কামারুজ্জামান মজুমদার, সিনিয়র সাংবাদিক আবদুর রহিম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক আবু তাহের, ব্যাংকার মনসুরুল আলম, এবি পার্টি ফেনী জেলা সেক্রেটারী সহকারী অধ্যাপক ফজলুল হক, ফেনী কলেজের শিক্ষক মীর হোসাইন নাহিদ, শিক্ষক শাহাদাত হোসেন বাদল, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষক মিনহাজুল ইসলাম, ছাত্র প্রতিনিধি তাজিম, আবদুল আাজিজ প্রমুখ।
ড. মো: কামাল উদ্দিন বলেন, বাংলাদেশ বাঁচাতে ফেনীকে বাঁচাতে হবে। নতজানু ফরেন পলিসির পরিবর্তে, শক্তিশালী ফরেন পলিসি ঠিক করা গেলে বাংলাদেশ বাঁচবে এবং ফেনীও বাঁচবে।
ড. মোহাম্মদ রেজুয়ানুল হক বলেন, ভারত নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরশীল জাতি গড়ে তোলা সময়ের দাবী। এই জন্য ভৌগলিক কারনে ফেনীর ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ।
ড. আহমেদ কামারুজ্জামান মজুমদার বলেন, ভারত আমাদেরকে যতটানা যুদ্ধ করে, ফরেন পলিসির মাধ্যমে আঘাত করবে তারচেয়ে পরিবেশ, বন্যা ও পানি দিয়ে আঘাত করবে।
সিজিডি’র চেয়ারম্যান এ. জি. এম নিয়াজ উদ্দিন বলেন, দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষার জন্য সবার আগে ফেনীর মানুষকে সচেতন হতে হবে। কারন ফেনী অবস্থানগত কারণে খুব বিপদজনক জায়গায় অবস্থান করছে।
সিজিডি’র নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম বলেন, বিলোনিয়া স্থলবন্দর, সোনাগাজীর ইপিজেড, পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন কারণে ফেনী দেশের জন্য সেনসিটিভ জায়গায় অবস্থান করছে। তাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ফেনী জেলার অস্তিত্ব টিকিয়ে রাখতে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।