Wednesday, 22 January, 2025
Logo

প্রবাসী ফোরামের উদ্যোগে দাগনভূঞা ৪ নং রামনগরে শীত বস্ত্র বিতরন


প্রকাশিত: / বার পড়া হয়েছে


নিজস্ব প্রতিবেদক :

৪ নং রামনগর ইউনিয়ন মানবিক প্রবাসী ফোরামের আয়োজনে, বিশিষ্ট ব্যাবসয়ী ও সমাজ সেবক, কাতার প্রবাসী “খোরশেদ আলম ভুঁইয়ার” সৌজন্যে ২য় দফায় প্রায় ২০০ অসহায় ও দুস্থ মানুষের মধ্যে আজ ১৩ ডিসেম্বর শুক্রবার তুলাতুলী বাজারে শীত বস্র বিতরন করা হয়।

উক্ত শীত বস্র বিতরণ অনুষ্ঠানে উপস্তিত ছিলেন দাগনভূঞা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন টিংকু।

দাগনভূঞা উপজেলা বিএনপি নেতা আবদুর রহিম, নজরুল ইসলাম লাবলু, বেলাল হোসেন, নুর নবী সবুজ, মিল্লাত নবী, পল্লি চিকিৎসক শিমুল, প্রবাসী ফোরাম রামনগরের সমন্বয়ক ওয়াদূদ আহাম্মদ ভুইয়া, বিএনপি নেতা এয়াছিন, আবদুল কাদের মাসুদ বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আবদুল আউয়াল লিটন প্রমুখ।

এ বিষয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন টিংকু বলেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে সমাজে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হবে এবং অসহায় বঞ্চিত মানুষ গুলো কিছুটা হলেও উপকৃত হবে। তিনি এ ধরনের মানবিক কাজের জন্য প্রবাসী ফোরাম ও খোরশেদ আলম ভুঁইয়া কে ধন্যবাদ জানান, এবং ভবিষ্যতে আরো মানুষের পাশে দাড়ানোর আহবান করেন।

ফোরামের ৪ নং রামনগর ইউনিয়নের সমন্বয়ক ওয়াদুদ ভুইঁয়া বলেন, এটা কোন দলীয় স্বার্থ হাসিল করা বা লোক দেখানোর জন্য নয়, বিগত ১৫ বছর আমরা এলাকার জনগনের পাশে দাড়াতে পারি নি। সামাজিক কাজ হতে দূরে রেখেছিল বিগত সরকার, এখন আমরা অসহায় মানুষের পাশে দাড়ানোর, তাদের জন্য কিছু করার সুযোগ পেয়েছি, তাই আমরা কাতার প্রবাসী খোরশেদ আলম ভ ুঁইয়ার সহযোগিতায় এ সুযোগ কাজে লাগাতে চাই।

“মানুষ মানুষের জন্য” এই শ্লোগান টিকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাই।

আগামীতেও মানুষের বিপদে দল মত বিবেচনা না করে পাশে থাকার প্রত্যায় ব্যাক্ত করেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত