Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

আমরা বৈষম্যের বাংলাদেশ দেখতে চাই না- ঠাকুরগাঁওয়ে জামায়াতে আমীর:ড.শফিকুর রহমান


প্রকাশিত: / বার পড়া হয়েছে


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আলেম ওলামা ও ইসলামী দলগুলোর মাথার ওপর কেউ যেন কাঁঠাল ভাঙতে না পারে এ জন্য ঐক্যের বিকল্প নাই। সব ইসলামী দল ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।

সোমবার বিকেলে জামাতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আমীর আব্দুল হাকিমের সভাপতিত্বে জেলা স্কুল বড় মাঠে কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি। কর্মী সভায় ছিল লাখো মানুষের ঢল।

জামায়াতে আমীর বলেন, ফ্যাসিবাদী সরকার জামায়াত, বিএনপির সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের উপর সীমাহীন অত্যাচার করেছে। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সহ আমাদের অসংখ্য নেতা কর্মীর উপর জুলুম করা হয়েছে। ক্ষমতা চিরস্থায়ী নয়। তাই আমরা দেখেছি সাবেক বিচারপতির জায়গা হয়েছিল কলাপাতায়। সামনের বাংলাদেশ চলবে চব্বিশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল থাকবে ঐক্যবদ্ধ।

তিনি আরো বলেন, যারা বিভিন্ন সময়ে দেশ শাসন করেছেন, তারা জনগণের আমানত রক্ষা করেন নাই। তারা জনগণের আমানত নিজেদের পকেটে লুকিয়েছেন, দেশের সম্পদ তসরুপ করেছেন। সেই সম্পদ তারা দেশের বাইরে পাচার করেছেন। বিগত সাড়ে ১৫ বছরে ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশের বাইরে পাচার করা হয়েছে। আগে টাকা পাচার করেছেন-পরে যেখানে পাচার করেছেন সেখানে তারা পালিয়ে হাজির হয়েছেন। ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করেছেন। শিক্ষাকে জাতির মেরুদণ্ড উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা বাংলাদেশে এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই-যেই শিক্ষা ব্যবস্থা হবে নৈতিকতার ভিত্তিতে। শিক্ষাগ্রহন করে আমাদের সন্তানেরা ডাকাত হবে না। ডাকাত তৈরির শিক্ষার পরিবর্তে মানুষ তৈরির শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রকৃত শিক্ষা ব্যবস্থা চালু করে প্রকৃত মানুষ গড়ে তোলে সেই প্রকৃত মানুষের প্রতি দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিতে হবে।

ঠাকুরগাঁও জেলা নিয়ে তিনি বলেন, সারাদেশের মধ্যে ঠাকুরগাঁও আলাদা নয়। অথচ ঠাকুরগাঁওয়ে কোন পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, মেডিকেল কলেজসহ অনেক কিছু থেকে ঠাকুরগাঁও বঞ্চিত। আমরা কোন বৈষম্যের বাংলাদেশ দেখতে চাই না।

অর্থ পাচারকারী সহ দুর্নীতি বাজদের বিরুদ্ধে শফিকুর রহমান বলেন, আমরা জাতিসংঘকে চিঠি পাঠিয়েছি। ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থান, খুন,গুম, দুর্নীতিসহ দেশে ঘটে যাওয়া সকল অনৈতিক কাজের সঠিক তদন্ত করা হোক। সেই ফ্যাসিবাদদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে দেশকে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে হবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত