প্রকাশিত: / বার পড়া হয়েছে
মসজিদের বিলবোর্ডে এমন স্ক্রল দেখে মুসল্লি ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় ছাত্র-জনতা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত বড় মসজিদের ডিজিটাল বোর্ডে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ লেখা স্ক্রলটি দেখা যায়। এটি দেখার পর স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও ছাত্র-জনতা বড় মসজিদের সামনে অবস্থান নেন।
ফেনীতে মসজিদ, মাদরাসা, বিদ্যালয়, বিপনি বিতানসহ সব বিজ্ঞাপনী বিলবোর্ড পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।