প্রকাশিত: / বার পড়া হয়েছে
গত বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সীমান্তের মোহাম্মদ আলী বাজার এলাকায় পৌঁছলে, ফেনী সংসদীয় আসন ১ এর সমন্বয়ক রফিকুল আলম মজনুর নেতৃত্বে স্থানীয় জেলা বিএনপির পক্ষ থেকে তাঁদের অভ্যর্থনা জানানো হয়।
চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি ফুলগাজীর শ্রীপুরে ‘বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও অসহায় পরিবারকে ঘর তৈরির উপকরণ বিতরণ’ করেন। সেখানে প্রধান অতিথির বক্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার রাজনীতি ও গনতন্ত্রের জন্য লড়াই সংগ্রামের ইতিহাস বলতে গিয়ে আবেগ আপ্লূত হয়ে পড়েন। বেগম জিয়ার বাড়িতে এসে নিজেকে খুব ধন্য মনে করে বলেন, আমি এখন আমার প্রিয় একজন মানুষের বাড়িতে দাড়িয়ে কথা বলছি এটা আমার জন্য সৌভাগ্যের। যিনি আজীবন গনতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, দেশের জনগণ কে ফেলে আরাম আয়েশের জীবন যাপন পরিহার করেছেন। তাই বেগম জিয়াকে দেশের মানুষ মায়ের মত দেখে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার গনতন্ত্রের মাকে মিথ্যা মামলায় জেলে আবদ্ধ রেখে নিষ্ঠুরতম নির্যাতন করেছে, যার কারনে তিনি অসুস্থ হয়ে যান।
আওয়ামী লীগের নির্বাচন করা নিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা সকল গনতান্ত্রিক দল নির্বাচন করবে এটা চাই, কিন্তু যারা স্বৈরশাসক, হত্যাকারী, খুনি তাদের বিচার না করে নির্বাচনের সুযোগ দেয়ার পক্ষে আমরা না।
১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস অত্যন্ত সম্মানী লোক। দেশের প্রতিটি মানুষ তাকে সম্মান করে। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। ছাত্র-জনতার অভ্যূত্থানের পর তাকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে। তিনি ইতোমধ্যে কাজও শুরু করেছেন। রাতারাতি সবকিছু হয়ে যাবে না। তিন মাসের মধ্যে অনেক কাজ করেছেন। শান্তি-শৃঙ্খলা ফিরে এসেছে। আওয়ামী লীগের লোক এখন আর অত্যাচার করতে পারে না। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন হবে।’
সমাবেশে মির্জা ফখরুল ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, উপদেষ্টা আবদুস সালাম ও জয়নাল আবদীন ভিপি, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর দক্ষিন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারসহ জাতীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।