Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

দাগনভুঞা থানা পুলিশ কর্তৃক ৪০০ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক


প্রকাশিত: / বার পড়া হয়েছে


নিজস্ব প্রতিবেদক :

মাননীয় পুলিশ সুপার হাবিবুর রহমান ফেনী, এর দিক নির্দেশনায়, দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান এর তত্বাবধানে, ৫ নং ইয়াকুব পুর বিট অফিসার এস আই সহিদ আলম ও সহকারী বিট অফিসার এ এস আই মোস্তফা নুর এবং সংগীয় ফোস সহ ২৭ ডিসেম্বর দিবাগত রাতে দাগনভূঞা (ফেনী) উপজেলার ৫ নং ইয়াকুব পুরে, বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক কারবারীকে আটক করা হয়।

 

আটক কৃত আসামীরা হলেন ১/ রেজাউল হক প্রকাশ মামুন (৩৪), পিতা- শাহজাহান, মাতা- তাহেরা বেগম, গ্রাম-ইয়াকুব পুর ৯ নং ওয়ার্ড, কাদের মাহান্দার বাড়ি।

২/ মিজানুর রহমান (৩৫), পিতা-মৃত নিয়াজের রহমান, মাতা-নুরজাহান বেগম, গ্রাম-ইয়াকুব পুর, ৯ নং ওয়ার্ড, দুলামিয়া পন্ডিত বাড়ি। উভয়ের থানা- দাগনভূঞা, জেলা- ফেনী

ঘটনার সত্যতা নিশ্চিত করে এ এস আই মোস্তফা নুর জানান, মাননীয় পুলিশ সুপার ফেনী এর দিক নির্দেশনায়, দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ এর তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে আমরা ৫ নং ইয়াকুব পুরে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা সহ ২ জন কে আটক করি। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত