প্রকাশিত: / বার পড়া হয়েছে
মাননীয় পুলিশ সুপার হাবিবুর রহমান ফেনী, এর দিক নির্দেশনায়, দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান এর তত্বাবধানে, ৫ নং ইয়াকুব পুর বিট অফিসার এস আই সহিদ আলম ও সহকারী বিট অফিসার এ এস আই মোস্তফা নুর এবং সংগীয় ফোস সহ ২৭ ডিসেম্বর দিবাগত রাতে দাগনভূঞা (ফেনী) উপজেলার ৫ নং ইয়াকুব পুরে, বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক কারবারীকে আটক করা হয়।
আটক কৃত আসামীরা হলেন ১/ রেজাউল হক প্রকাশ মামুন (৩৪), পিতা- শাহজাহান, মাতা- তাহেরা বেগম, গ্রাম-ইয়াকুব পুর ৯ নং ওয়ার্ড, কাদের মাহান্দার বাড়ি।
২/ মিজানুর রহমান (৩৫), পিতা-মৃত নিয়াজের রহমান, মাতা-নুরজাহান বেগম, গ্রাম-ইয়াকুব পুর, ৯ নং ওয়ার্ড, দুলামিয়া পন্ডিত বাড়ি। উভয়ের থানা- দাগনভূঞা, জেলা- ফেনী
ঘটনার সত্যতা নিশ্চিত করে এ এস আই মোস্তফা নুর জানান, মাননীয় পুলিশ সুপার ফেনী এর দিক নির্দেশনায়, দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ এর তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে আমরা ৫ নং ইয়াকুব পুরে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা সহ ২ জন কে আটক করি। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।