প্রকাশিত: / বার পড়া হয়েছে
দাগনভুঞা ওমর বিন কামাল পাঠাগারের আয়োজনে, ওমর বিন কামাল স্মৃতি দিবা রাত্রি শর্ট পিচ ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরন ২০২৪ অনুষ্ঠিত হয়।
আজ ৯ ডিসেম্বর রাত ৮ টায় ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন গোল্ড জিম একাদশ বনাম তারিন একাদশ, নির্ধারিত ৮ ওভারের খেলা শেষে তারিন একাদশকে হারিয়ে গোল্ড জিম একাদশ চ্যাম্পিয়ন হয়।
উক্ত খেলায় পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার স. ম. আজহারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান, দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী ছালেহ উদ্দিন, সহ গন্য মান্য ব্যাক্তি বর্গ।
সভাপতিত্ব করেন ওমর বিন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক, সাবেক দাগনভূঞা পৌরসভার প্যানেল মেয়র কামাল হোসেন।
প্রধান অতিথি স. ম আজহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, খেলা ধুলার অনেক উপকারিতার পাশাপাশি সমাজ হতে মাদক, কিশোর গ্যাং, চুরি ঢাকাতি ইত্যাদি অপরাধ নিমূল সম্ভব মর্মে পাড়া, মহল্লায় এ ধরনের আয়োজন করার তাগিদ দেন।
পরে সভাপতি ওমর বিন কামালের স্মৃতিচারণ করে বলেন আমার সন্তান পানিতে পড়ে ৫ বছর বয়সে মৃত্যু বরন করেন, যদি সে সাঁতার জানতো তাহলে হয়ত বেঁচে থাকার চেষ্টা করতো, তাই উপস্থিত সকলকে তাদের সন্তানদের সাঁতার শিখানোর জন্য আহবান করেন যাতে তার সন্তান ওমর বিন কামালের মত পানিতে পড়ে নির্মম মৃত্যুর শিকার হতে না হয়।
পরে চ্যাম্পিয়ন গোল্ড জিম একাদশ কে ট্রপি ও নগদ ১০০০০ টাকা ও রানারআপ দলকে ট্রপি ও নগদ ৭০০০ টাকা প্রদান করে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।