Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ওমর বিন কামাল স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ২০২৪ অনুষ্ঠিত

Badsha

প্রকাশিত: / বার পড়া হয়েছে


নিজস্ব প্রতিবেদক :

দাগনভুঞা ওমর বিন কামাল পাঠাগারের আয়োজনে, ওমর বিন কামাল স্মৃতি দিবা রাত্রি শর্ট পিচ ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরন ২০২৪ অনুষ্ঠিত হয়।

আজ ৯ ডিসেম্বর রাত ৮ টায় ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন গোল্ড জিম একাদশ বনাম তারিন একাদশ, নির্ধারিত ৮ ওভারের খেলা শেষে তারিন একাদশকে হারিয়ে গোল্ড জিম একাদশ চ্যাম্পিয়ন হয়।

উক্ত খেলায় পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার স. ম. আজহারুল ইসলাম,  বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান, দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী ছালেহ উদ্দিন, সহ গন্য মান্য ব্যাক্তি বর্গ।

সভাপতিত্ব করেন ওমর বিন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক, সাবেক দাগনভূঞা পৌরসভার প্যানেল মেয়র কামাল হোসেন।

প্রধান অতিথি স. ম আজহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, খেলা ধুলার অনেক উপকারিতার পাশাপাশি সমাজ হতে মাদক, কিশোর গ্যাং, চুরি ঢাকাতি ইত্যাদি অপরাধ নিমূল সম্ভব মর্মে পাড়া, মহল্লায় এ ধরনের আয়োজন করার তাগিদ দেন।

পরে সভাপতি ওমর বিন কামালের স্মৃতিচারণ করে বলেন আমার সন্তান পানিতে পড়ে ৫ বছর বয়সে মৃত্যু বরন করেন, যদি সে সাঁতার জানতো তাহলে হয়ত বেঁচে থাকার চেষ্টা করতো, তাই উপস্থিত সকলকে তাদের সন্তানদের সাঁতার শিখানোর জন্য আহবান করেন যাতে তার সন্তান ওমর বিন কামালের মত পানিতে পড়ে নির্মম মৃত্যুর শিকার হতে না হয়।

পরে চ্যাম্পিয়ন গোল্ড জিম একাদশ কে ট্রপি ও নগদ ১০০০০ টাকা ও রানারআপ দলকে ট্রপি ও নগদ ৭০০০ টাকা প্রদান করে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত