প্রকাশিত: / বার পড়া হয়েছে
নয়াকাল স্পোর্টস ডেস্ক
সেল্টা ভিগোর সাথে ড্র করে ২ পয়েন্ট হারালো বার্সেলোনা।
৮২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন মার্ক কাসাদো। ৮৪ আর ৮৬তম মিনিটে দুটি গোল হজম করল বার্সেলোনা। দুই গোলে এগিয়ে থাকা দল শেষ পর্যন্ত হারাল পয়েন্ট। মনে হওয়াটা স্বাভাবিক, ১০ জনের দলে পরিণত হয়েই জয়টা হাতছাড়া হলো। কিন্তু হান্সি ফ্লিক বলছেন অন্য কথা। বার্সেলোনা কোচের অকপট স্বীকারোক্তি, গোটা ম্যাচেই খুব খারাপ খেলেছে তার দল।
খেলা যেমনই হোক, প্রথমার্ধে রাফিনিয়া আর দ্বিতীয়ার্ধে রবের্ত লেভানদোভস্কির গোলে সেল্তা ভিগোর মাঠে জয়ের পথেই ছিল বার্সেলোনা। কিন্তু কাসাদো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার পর ভোজভাজির মতো বদলে যায় চিত্র। দ্রুত দুটি গোল করে ম্যাচে সমতায় ফেরায় সেল্তা। শনিবার লা লিগার ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়।
আপাতদৃষ্টিতে মনে হবে, শেষ সময়ে খেই হারানোর খেসারত দিয়েছে বার্সেলোনা। কিন্তু তাদের কোচের দৃষ্টিভঙ্গি ভিন্ন।
শুধু শেষের কয়েক মিনিটই নয়, আজকে আমরা সত্যিই খুব বাজে খেলেছি। শতভাগ খেলতে না পারলে জেতা যায় না। পুরো ম্যাচটিই এরকম ছিল আমাদের জন্য। সত্যিটাই বলা উচিত। ৮০ শতাংশ, ৮৫ শতাংশ বা ৯০ শতাংশ দিয়ে জেতা যায় না।
কাসাদোর লাল কার্ডের পর বার্সেলোনা প্রথম গোলটি হজম করে ডিফেন্ডার জুল কুন্দের ভুলে। তবে এই দুজনের দিকে আঙুল না তুলে ফ্লিক বললেন গোটা দলের ভুলের কথাই। পাশাপাশি প্রতিপক্ষকেও কৃতিত্ব দিলেন বার্সেলোনা কোচ।
সূত্র – ইএসপিএন