Thursday, 15 January, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের ফ্যামিলি ডে অনুষ্ঠানে সাংবাদিকদের মিলনমেলা

সংবাদ বিজ্ঞপ্তি :

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

সাংবাদিকতার ব্যস্ততা আর পেশাগত চাপের বাইরে পরিবারকে নিয়ে একদিনের আনন্দঘন সময় কাটাতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রানীরহাট সংলগ্ন তৃপ্তি এগ্রো পার্কে ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব আয়োজন করে ফ্যামিলি ডে। এ আয়োজনে পরিবারসহ অংশ নেন জেলার বিভিন্ন টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা।

দিনব্যাপী এই আয়োজনে ছিল শিশুদের খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা বিনোদনমূলক আয়োজন। এর মধ্যে বিশেষ আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ।  শিশু-কিশোরদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ।

টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল  বলেন, সাংবাদিকরা সবসময় কাজের মধ্যেই থাকেন। পরিবারকে সময় দেওয়া হয় না বললেই চলে। তাই পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহীম, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, আজাদ মালদার, শওকত মাহমুদ, জমির বেগ, দৈনিক নয়াপয়গাম সম্পাদক মো. এনামুল হক, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভী, স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, স্টারলাইন নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, স্টারলাইন জনসংযোগ কর্মকর্তা জসিম মাহমুদ প্রমুখ।

প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সংগঠন সহ-সভাপতি সমির উদ্দিন বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সবকটি ইভেন্ট সুন্দর ও প্রাণবন্তভাবে সম্পন্ন হয়েছে। তিনি অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান।

টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারিবারিক বন্ধন আরও দৃঢ় করবে এমন প্রত্যাশা।

ফেনীতে বিভিন্ন টেলিভিশনে কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে ছিল প্রাণবন্ত উচ্ছ্বাস।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত