Tuesday, 16 December, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

দাগনভূঞায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আবদুল্লাহ আল মামুন

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
 
রোববার (১৪ ডিসেম্বর) সকালে দিবসটির কর্মসূচির অংশ হিসেবে দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও উপজেলা পরিষদ, পৌরসভা,থানা ও বীর মুক্তিযোদ্ধারা  শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
 
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম। ইউডিএফ মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এএসএম সোহরাব আল হোসাইন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ভূঁইয়া, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাছুম বিল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, ছাত্র প্রতিনিধিরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক বেদনা বিধুর ও কলঙ্কজনক অধ্যায়। বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাঁদের চিন্তা-চেতনা ধারণ করেই একটি অসাম্প্রদায়িক,গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত