Tuesday, 21 October, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

‘টাকা-পয়সা নিয়ে বিএনপির সদস্য পদ দিলে দেশ থেকে বিতাড়িত করা হবে’

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

কোনো নেতা যদি টাকা-পয়সা নিয়ে বা অনৈতিকভাবে স্বজনদের বিএনপির সদস্য পদ দেন তাহলে তাকে দল থেকে বহিষ্কার করে দেশ থেকে বিতাড়িত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন।

তিনি বলেন, যারা অতীতে দালালি ও তাবেদারি করে দলের ক্ষতি করেছে, তাদেরও কোনোভাবে দলের সদস্য করা যাবে না। এককথায় কোনো অসৎ লোককে দলের সদস্য করা যাবে না। আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিয়ে বিএনপি ক্ষমতায় যাওয়ার মতো দল গঠন ও কাজ করতে হবে। 

গতকাল বিকেলে ফেনী সিও অফিস বাজারে বিএনপির প্রাথমিক সদস্য ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ঘরে ঘরে বিএনপির দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে জয়নাল আবেদিন বলেন, জনগণের অধিকার, উপার্জনের ব্যবস্থা নিশ্চিত ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যা যা করা দরকার আমরা তা করবো। কোনো জুলুমবাজকে আর সুযোগ দেওয়া হবে না। এখনই আপনারা তৈরি হয়ে যান। আমি মরে গেলেও মানুষের অধিকার প্রতিষ্ঠার এ আন্দোলন বন্ধ হবে না। ঘরে ঘরে বিএনপির দুর্গ গড়ে তুলতে হবে। আগামীতে সৎ ব্যক্তিদের নির্বাচনে বিজয়ী করে বিএনপিকে ক্ষমতায় বসানোর প্রতিজ্ঞা করতে হবে। 

তিনি বলেন, গণতন্ত্রকে কবর দিয়ে বঙ্গবন্ধু বাকশাল প্রতিষ্ঠা করেছিল। কিন্তু আল্লাহ তাকেও রাখেননি। তার মেয়ে শেখ হাসিনা মানুষকে হত্যা ও হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। আল্লাহ কোনোদিন এ ধরনের খুনিদের দ্বিতীয়বার ফেরার সুযোগ দেয়নি। এখন থেকে ক্ষমতায় গেলে যা ইচ্ছে তাই করবো— এমন মানসিকতা রাখা যাবে না। 

সভার প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, আওয়ামী প্রেতাত্মার সঙ্গে ৭১ এর রাজাকার বাহিনী একসঙ্গে মিলে যে নীলনকশা করেছে সেটির শুরু হয়েছে সম্প্রতি ডাকসু ও জাকসুর নির্বাচনের মাধ্যমে। কিন্তু জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা বেঁচে থাকলে সেই ষড়যন্ত্র কোনোভাবে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এ বিষয়গুলো মাথায় রেখে আমাদের চিন্তা-চেতনা ও মননে পরিবর্তন আনতে হবে। মালিক হিসেবে ঘরে চোর ঢুকলে সেটি আপনারও ব্যর্থতা। এ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আগামীর সব নির্বাচনে মানুষের ম্যান্ডেটে জনপ্রতিনিধি নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত