Tuesday, 21 October, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

নাসিরনগরে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করলেন শফিকুল ইসলাম

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তার গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারত শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন দরবার শরীফের গদীনিশীন পীর সাহেব মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী।

গণসংযোগের সূচনা উপলক্ষে শফিকুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী নেতৃত্ব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় আমি জনগণের পাশে থাকতে চাই। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তবে এলাকার উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও মাদকমুক্ত সমাজ গড়াই হবে আমার প্রধান অঙ্গীকার।

এসময় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শ্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মাজার জিয়ারত ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শুরু হওয়া এ গণসংযোগ কার্যক্রম নাসিরনগরের নির্বাচনী মাঠে বিএনপিকে আরও সংগঠিত ও প্রাণবন্ত করে তুলবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত