Tuesday, 21 October, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোটার:

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - প্রতিনিধি

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ রবিবার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা হয়। এরপর বাংলাদেশের জাতীয় সংগীত ও বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয় ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সালেহ বুলবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বিএনপি'র ভাইস চেয়ারম্যান, শামসুজ্জামান দুদু, বিশেষ ব্যস্ততার কারণে যুক্ত না হতে পারলেও বিএনপি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠা বার্ষিকীর সাফল্য কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মো. বদলুর রহমান খান (বাদল), 

অস্ট্রেলিয়া বিএনপির প্রবীণ নেতা-ড. হুমায়ের চৌধুরী রানা,  জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সভাপতি সোহেল মাহমুদ ইকবাল, জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক-জাকির আলম (লেলিন), নিউ সাউথ ওয়েলস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম (রনি) এবং চাঁদপুর-১ আসনে বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি এবিএম মোশাররফ হোসেন বলেন, প্রবাসীর ভোটের মাধ্যমে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে,  প্রবাসীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে আগামী নির্বাচনে ও সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করে দেশের গণতন্ত্রক ে ফিরিয়ে আনতে সক্ষম ভূমিকা রাখবে প্রবাসীরা।পরিশেষে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া কে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে অন্যান্য আলোচক বৃন্দ সকলেই-বিএনপি'র প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এর রাজনৈতিক জীবনের সফলতা নিয়ে আলোচনা করেন।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি-ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুসালেহ বুলবুল বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে তরুণ প্রজন্মকে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে।তিনি আরো বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন বিশ্বনেতা এবং শহীদ রাষ্ট্রপতির অসমাপ্ত কাজগুলি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে সম্পন্ন করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে সেই সাথে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। 

সাধারণ সম্পাদক মো. জাহিদ খান বলেন, বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে বিএনপি হল সবচেয়ে বেশি জনপ্রিয় দল, তাই আমরা যারা বিএনপি করি, আমরা সবাই মনে করি বিএনপি মানে একটা পরিবার। 
আরও বক্তব্য রাখেন, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি মোঃ রুহুল ইসলাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন বিএনপি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক- মো: জাহিদ খান ও সহ সভাপতি- মোঃ রুহুল ইসলাম সরদার এবং সার্বিক সহযোগিতায় ছিলেন আসিফুল ইসলাম, কাজী সিফাত ইসলাম, জাহিদুল ইসলাম, এস. এম. জাকারিয়া হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ সাজিদুল ইসলাম সাজিদ ও আব্দুল্লাহ আল ফারুক সহ আরো অনেকেই ।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত