Sunday, 07 September, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

সখিপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


মিছিলের ছবি

শরীয়তপুরের সখিপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকালে সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনন্দ মিছিল, সমাবেশ ও বৃক্ষরোপন কর্মসূচি এবং পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। 

সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফাইজুল ইসলাম সরদার ও সদস্য সচিব ইমরান হোসেন বাবু বকাউলের নেতৃত্বে সখিপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি বনার্ঢ্য আনন্দ মিছিল বের হয়ে সখিপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ চৌরাস্তার সামনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক বিপ্লব মোল্লা, যুগ্ম আহবায়ক নান্নু মিয়া মাল,
যুগ্ম আহবায়ক সুমন মালত, যুগ্ম আহবায়ক রাশেদ ছৈয়াল, ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান স্বেচ্ছাসেবক দল নেতা জসিম মুন্সী, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, আরশিনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদুল হাসান সুজন প্রমূখ।

এসময় স্বেচ্ছাসেবক দলের থানা ও বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ফাইজুল ইসলাম সরদার বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা লড়াই সংগ্রাম করে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। সামনে আমাদের প্রধান কাজ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনা। তাই সবাই বিভেদ ভুলে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর আমরা বিশ্বাস করি আগামীতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হবে এবং আমাদের প্রিয়নেতা আলহাজ্ব সফিকুর রহমান কিরণ শরীয়তপুর-২ আসনের এমপি হবেন, ইনশাআল্লাহ। এজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে মোজাম্মেল মাদবর বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় স্বেচ্ছাসেবক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত