প্রকাশিত: / বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবকদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও রাস্তাঘাট পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে
বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় নাসিরনগর সরকারি কলেজ গেইট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এবং দলীয় মনোনয়ন প্রত্যাশী এম এ হান্নান এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি কুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল মিয়া, সহ দপ্তর সম্পাদক আব্বাস মিয়া, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান দুলাল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক তৌহিদ, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মামুন মিয়া, সাবেক সদস্য সচিব আশিকুর রহমান পনি, সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ ভূইয়া, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান মিয়া, বুড়িশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রনি ভূইয়া, সবুজ মিয়া, বুড়িশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল কাদের সেন্টু, সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন শরীফ, গোকর্ণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, ভলাকুট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হালিম মিয়া,কুন্ডা ইউনিয়ন যুবদলের সভাপতি অনু মিয়া, উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সাংগঠনিক সম্পাদক ইয়াছিন চৌধুরী প্রমুখ
প্রধান অতিথি বক্তবে বলেন, স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সব সময় দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত ছিলেন এবং ভবিষ্যতেও সেই ভূমিকা অব্যাহত রাখবেন।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জিয়া সাইবার ফোর্সের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।