Sunday, 07 September, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস, অতঃপর...

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর নতুন করে বিতর্কের মুখে পড়েছেন পাকিস্তানি মডেল অভিনেত্রী আলিজে শাহ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়— শুয়ে থাকা আলিজের কাঁধের ওপর রাখা খাবারের ছোট একটি অংশ কাঁটা চামচে তুলে রহস্যময় এক ব্যক্তি তাকে খাওয়াতে যাচ্ছেন; মুহূর্তেই হাসিতে ফেটে পড়েন আলিজে। 

কে সেই ব্যক্তি— এ নিয়ে জোর গুঞ্জন চলছে, যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের প্রতিক্রিয়া তীব্র ও দ্বিমুখী। 

একদল বলছেন, ‘আলোচনায় থাকার জন্য আলিজের এটি নতুন কৌশল হতে পারে।’ অন্যরা ক্লিপটিকে ‘অশোভন’ ও ‘নোংরা’ আখ্যা দিয়ে সমালোচনা করছেন। আবার অনেকের দাবি, ভিডিওতে দেখা রহস্যময় ব্যক্তি নাকি আলিজের প্রেমিক—তবে এ দাবি যাচাইযোগ্য কোনো সূত্রে নিশ্চিত হয়নি।

‘এদ-এ-ওয়াফা’ তে ‘দুয়া’ চরিত্রে অভিনয় করে যে নিষ্পাপ ইমেজে দর্শকের হৃদয় জিতেছিলেন, সেই আলিজেকে ভিন্ন এক প্রেক্ষাপটে দেখে অবাক হয়েছেন তারই বহু অনুরাগী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের একাংশ হতবাক ও হতাশা প্রকাশ করলেও, আরেক পক্ষ এই বিতর্ককে ‘ব্যক্তিগত পছন্দ’ ও ‘প্রাইভেসির অধিকার’-এর আলোকে দেখার আহ্বান জানাচ্ছে।

তবে এটাই প্রথম নয়—২৫ বছর বয়সী আলিজে শাহকে ঘিরে আগে থেকেও বিতর্ক রয়েছে। সাহসী পোশাক–বাছাই ও স্পষ্টভাষী ব্যক্তিত্বের কারণে তিনি একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়েছেন। 

চলতি বছরের শুরুতে ধারাবা

বিজ্ঞাপন

হিক কটূক্তি ও নেতিবাচকতার জেরে ইনস্টাগ্রামের পোস্ট মুছে দিয়ে তিনি লিখেছিলেন, ‘আমি এই মাধ্যমটি ছেড়ে দিচ্ছি। এটি নরকের চেয়েও খারাপ।’

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘ছোটি সি জিন্দেগি’ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে টিভিতে পা রাখেন আলিজে। ২০১৮ সাল পর্যন্ত আরও ৬টি ধারাবাহিকে সহ–চরিত্রে অভিনয়ের পর ‘হুর পরি’–তে প্রথমবারের মতো নেন কেন্দ্রীয় চরিত্রের দায়িত্ব। 

এরপর ধারাবাহিক সাফল্যে টিভিতে জায়গা পাকাপোক্ত করার পাশাপাশি ২০১৯ সালে ‘সুপারস্টার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত