প্রকাশিত: / বার পড়া হয়েছে
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাসিরনগর উপজেলা বিএনপির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৩টায় নাসিরনগর সরকারি কলেজ গেইট সংলগ্ন চেয়ারম্যান মার্কেটের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী এম এ হান্নান।
কর্মসূচিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নাসিরনগরের চিকিৎসকরা সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দেন। বিকাল ৩টা থেকে বিভিন্ন বয়সী ও পেশার মানুষ চিকিৎসা নিতে ভিড় করেন। এসময় বিনামূল্যে কিছু ওষুধও বিতরণ করা হয়।
আলোচনা সভা ও কর্মসূচি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, ড্যাব নেতা ডা. মাসুক আল মারজান মারুফ, ডা. শফিকুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল কাদের, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত আলী, মৎস্য ও তাঁতী বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন ছোয়াব, কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমান দুলাল প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জামাল মিয়া, ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী, সাবেক যুগ্ম-আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ শাহজাহান, মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল মেম্বার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আ হ্বায়ক মামুন মিয়া, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইয়াছিন মাহমুদ, শ্রমিক দলের নেতা ইমরান মিয়া, নবীন দলের সদস্য সচিব সিদ্দিকুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।