Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা, সদস্য সচিব ইন্জিঃ শাহআলম

মনির হোসেন

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - আহবায়ক ও সদস্য সচিব

বহুল প্রতীক্ষিত  চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির কমিটির  ঘোষনা করা হয়েছে।

কুমিল্লা জেলা দক্ষিণ  বিএনপির আহবায়ক  জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান ওয়াসিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে  কামরুল হুদাকে আহবায়ক ও ইঞ্জিনিয়ার শাহ আলমকে সদস্য সচিব করে ৩১সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন ঃ ডাঃ গোলাম কাদের নোবেল- সিনিয়র যুগ্ম আহবায়ক।ওয়াহিদুর রহমান মজুঃ মুক্তু- যুগ্ন আহ্বায়ক।। মোঃ সলিমুল্লাহ টিপু- যুগ্ম আহবায়ক শাহাবুদ্দীন ফরায়েজী-যুগ্ন আহ্বায়ক। সাজেদুর রহমান মোল্লা হীরন- যুগ্ম আহবায়ক। মোঃ নুরুন্নবী পাটোয়ারী -যুগ্ম আহবায়ক। রিয়াজ উদ্দীন  মেম্বার - যুগ্ম আহবায়ক। মোঃ গিয়াসউদ্দিন -যুগ্ন আহবায়ক। শওকত আলী  বাবু-যুগ্ন আহ্বায়ক। 
মোঃ রফিকুল ইসলাম চৌধুরী - যুগ্ন আহবায়ক।
খোরশেদ কবীর শিপন-যুগ্ন আহবায়ক।আব্দুর রহমান আলমগীর - যুগ্ন আহবায়ক। 

 
তোফায়েল হোসেন জুয়েল - সদস্য,  মোহাম্মদ এনামুল হক ছুট্টু- সদস্য, কাজী নুরুল ইসলাম শাহীন রেজা- সদস্য, মোঃ শাহ আলম- সদস্য, মোহাম্মদ তৌহিদুল ইসলাম -সদস্য, মিজানুর রহমান ভূঁইয়া- সদস্য, মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ -সদস্য, মোহাম্মদ ইসমাইল হোসেন- সদস্য, মোহাম্মদ জিয়াউর রহমান  জেবু-সদস্য, মোঃ সোলায়মান চৌধুরী -সদস্য, ডাঃ আনোয়ার হোসেন- সদস্য, মোঃ আবু তাহের মজুমদার -সদস্য, মোঃ আব্দুর রাজ্জাক -সদস্য, খন্দকার আলামিন খোকন- সদস্য, মোহাম্মদ আব্দুর রাজ্জাক রাশেদ -সদস্য, ডাক্তার মাইনুদ্দিন  আহমেদ মজুমদার -সদস্য ,মোহাম্মদ গিয়াস উ দ্দিন আহমেদ -সদস্য।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত