প্রকাশিত: / বার পড়া হয়েছে
বহুল প্রতীক্ষিত চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির কমিটির ঘোষনা করা হয়েছে।
কুমিল্লা জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান ওয়াসিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কামরুল হুদাকে আহবায়ক ও ইঞ্জিনিয়ার শাহ আলমকে সদস্য সচিব করে ৩১সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন ঃ ডাঃ গোলাম কাদের নোবেল- সিনিয়র যুগ্ম আহবায়ক।ওয়াহিদুর রহমান মজুঃ মুক্তু- যুগ্ন আহ্বায়ক।। মোঃ সলিমুল্লাহ টিপু- যুগ্ম আহবায়ক শাহাবুদ্দীন ফরায়েজী-যুগ্ন আহ্বায়ক। সাজেদুর রহমান মোল্লা হীরন- যুগ্ম আহবায়ক। মোঃ নুরুন্নবী পাটোয়ারী -যুগ্ম আহবায়ক। রিয়াজ উদ্দীন মেম্বার - যুগ্ম আহবায়ক। মোঃ গিয়াসউদ্দিন -যুগ্ন আহবায়ক। শওকত আলী বাবু-যুগ্ন আহ্বায়ক।
মোঃ রফিকুল ইসলাম চৌধুরী - যুগ্ন আহবায়ক।
খোরশেদ কবীর শিপন-যুগ্ন আহবায়ক।আব্দুর রহমান আলমগীর - যুগ্ন আহবায়ক।
তোফায়েল হোসেন জুয়েল - সদস্য, মোহাম্মদ এনামুল হক ছুট্টু- সদস্য, কাজী নুরুল ইসলাম শাহীন রেজা- সদস্য, মোঃ শাহ আলম- সদস্য, মোহাম্মদ তৌহিদুল ইসলাম -সদস্য, মিজানুর রহমান ভূঁইয়া- সদস্য, মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ -সদস্য, মোহাম্মদ ইসমাইল হোসেন- সদস্য, মোহাম্মদ জিয়াউর রহমান জেবু-সদস্য, মোঃ সোলায়মান চৌধুরী -সদস্য, ডাঃ আনোয়ার হোসেন- সদস্য, মোঃ আবু তাহের মজুমদার -সদস্য, মোঃ আব্দুর রাজ্জাক -সদস্য, খন্দকার আলামিন খোকন- সদস্য, মোহাম্মদ আব্দুর রাজ্জাক রাশেদ -সদস্য, ডাক্তার মাইনুদ্দিন আহমেদ মজুমদার -সদস্য ,মোহাম্মদ গিয়াস উ
দ্দিন আহমেদ -সদস্য।