Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ফরিদপুর জেলা লেবার পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

বাংলাদেশ লেবার পার্টি, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আজ ২৯ মার্চ শুক্রবার বিকাল ৫ টায় মধুখালী উপজেলা সদরের একটি রেস্তরায় অনুষ্ঠিত।

জেলা লেবার পার্টির সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ ছাত্র মিশন ছাড়াও অতিথি হিসাবে বিএনপি ও জামায়াতের নেতাকর্মী ছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ইফতারে অংশ গ্রহন করেন।

সভায় ফরিদপুর জেলার বোয়ালমারীর কৃতি সন্তান ও বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলামের হাতকে শক্তিশালী করতে ফরিদপুরের সকল থানা ও উপজেলায় লেবার পার্টির কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত