Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

আওয়ামী লীগের প্রধান দোসর জাতীয় পার্টি গনহত্যার দায় এড়াতে পারেনা : ভান্ডারিয়ায় ডা. ইরান

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

ফ্যাসিবাদের দালাল ও দোসরা ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী লীগ ১৫ বছরে যতো গুম খুন আয়নাঘর, ভোটাধিকার হরন, মানবাধিকার বিপন্ন ও লুটপাটের প্রধান সহযোগী জাতীয় পার্টি।

আওয়ামী লীগের ন্যায় জাতীয় পার্টিকেও রাজনৈতিক ভাবে প্রতিহত করতে হবে। ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি গনহত্যার দায় এড়াতে পারেনা। অবিলম্বে জাতীয় পার্টি শীর্ষনেতাদের আইনের আওতায় আনতে হবে।

ডা. ইরান বলেন, ধর্মীয় মুল্যবোধ জাগ্রত ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। কারন ধর্ম মানুষকে নৈতিক ও আধ্যাত্মিকতার শিক্ষা দেয়। সত্য মিথ্যার পার্থক্য বুঝতে শিখায়। দুনিয়ার সকল ধর্মই মানুষকে ভালো কাজের উৎসাহ ও খারাপ কাজ থেকে বিরত থাকার শিক্ষা দেয়। তাই লেবার পার্টির ধর্মীয় মুল্যবোধের আলোকে ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে কাজ করছে। লেবার পার্টি ও ছাত্রমিশনের নেতাকর্মীদের আদর্শ ও ভাতৃত্ববোধ দিয়ে মানুষের মন জয় করতে হবে।

তিনি আজ (বৃহস্পতিবার) বিকাল ৫টায় ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়ন লেবার পার্টির উদ্যোগে মাস্টার ইসমাইল হোসেনের ৭ম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মোঃ ওয়ালিউল্লাহ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ভান্ডারিয়া উপজেলা লেবার পার্টির আহবায়ক মোঃ ওবায়দুল হক, সদস্য সচিব সুলতান আহমদ রানা, কাউখালি উপজেলা লেবার পার্টির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাকিল মাহমুদ, নেছা রাবাদ উপজেলা লেবার পার্টির মোঃ জাকির হোসেন, এনায়েত হোসেন, মোঃ সোহেল রানা, সাব্বির আহমেদ, মোঃ সাদেক হোসেন, বাংলাদেশ ছাত্র মিশনের প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত, ভিটাবাড়ীয়া ইউনিয়ন ছাত্র মিশনের আহবায়ক মোঃ আল আমিন মোল্লা প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

Share

আরো খবর


সর্বাধিক পঠিত