Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

শরীয়তপুরে ছাত্রদলের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থ্যতা এবং মিয়া নুরুদ্দিন অপু'র সু-স্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল শরীয়তপুর জেলা ছাত্রদলের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। 

রবিবার (১৬ মার্চ ২০২৫) বিকালে শরীয়তপুর কোর্ট এলাকায় এ ইফতার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন, শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদুৎ। 

শরীয়তপুর জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইসহাক সরদারের নেতৃতে উক্ত ইফতার বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান খান, জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক খান, জাজিরা পৌরসভা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আল ইসলাম মৃধা, জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিএম সোহাগ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রনি, গোসারহাট শামসুর রহমান কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কলেজ শাখা ছাত্রদল নেতা আনোয়ার খান, শাহাদাত হোসেন সরদার, ডামুড্যা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম রাজ্জাক, ভেদেরগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা অনিক, নড়িয়া উপজেলা ছাত্রদল নেতা মাসুম, আরিফ, হৃদয়, সাগর, সখিপুর উপজেলা ছাত্রদল নেতা তারেক ঢালী, নাসিম মাহমুদ, শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা সাব্বির মাদবর,বাবু,রিদয়, আলামিন, মইন, রিয়াদ, ইলিয়াস হোসেন, সুমন, শুভ, সাকিব, শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা আশরাফ সহ শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এছাড়াও পরে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে ছাত্রদল নেতা-কর ্মীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত, বেগম খালেদা জিয়া'র সুস্থ্যতা এবং মিয়া নুরুদ্দিন অপু'র সু-স্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত