Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ছাত্রদের দল গঠন করা পর্যন্ত বিএনপি অপেক্ষা করবে না: ফারুক

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

বিশেষ বাহিনীর অনুরোধে ছাত্ররা নতুন দল গঠন করা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি) অপেক্ষা করবে না বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।

তিনি বলেন, আমরা অপেক্ষা করছি ধানের শীষে ভোট দেওয়ার জন্য। দেরি হলে আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র শুরু করবে। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি ও দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনঃবাসন সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত