প্রকাশিত: / বার পড়া হয়েছে
বিশেষ বাহিনীর অনুরোধে ছাত্ররা নতুন দল গঠন করা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি) অপেক্ষা করবে না বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।
তিনি বলেন, আমরা অপেক্ষা করছি ধানের শীষে ভোট দেওয়ার জন্য। দেরি হলে আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র শুরু করবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি ও দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনঃবাসন সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।