Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

আইসিইউতে ‘আমি বাংলার গান গাই’র স্রষ্টা

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

কয়েকদিন আগেও হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসকদের ‘আমি বাংলার গান গাই’ গেয়ে শুনিয়েছিলেন গীতিকার, সুরকার, সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়।

কিন্তু এখন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। কলকাতার এসএসকেএম হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন প্রবীণ এ গায়ক।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, অন্ত্রের অপারেশনের পর হৃদরোগে আক্রান্ত হন প্রতুল মুখোপাধ্যায়। পরে দ্রুত শারীরিক অবস্থায় অবনতি হতে থাকে তার। সঙ্গে আবার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ ও নিউমোনিয়া। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। আপাতত সংজ্ঞাহীন রয়েছেন প্রবীণ এ গায়ক। গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।

সোমবার প্রতুল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এর আগে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন ‘আমি বাংলার গান গাই’-এর স্রষ্টা।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত