Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

দ্রুত সংস্কার করে সংসদ নির্বাচনের দাবি লেবার পার্টির


প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

সংবাদ বিজ্ঞপ্তিঃ


জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু দ্রুত শেষ করে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে লেবার পার্টি।

১২ জানুয়ারি ৫:৩০টায় গুলশানে বিএনপির লিয়াজো কমিটির সাথে বৈঠকে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা হলেন এস এম ইউসুফ আলী ভাইস চেয়ারম্যান, এডভোকেট আমিনুল ইসলাম রাজু ভাইস চেয়ারম্যান, মাহবুবুর রহমান খালেদ ভাইস চেয়ারম্যান, মোঃ আলাউদ্দীন আলী ভাইস চেয়ারম্যান, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা ভাইস চেয়ারম্যান, অধ্যক্ষ একেএম সাইফুদ্দোহা সভাপতি খুলনা মহানগর লেবার পার্টি, খন্দকার মিরাজুল ইসলাম মহাসচিব লেবার পার্টি।

এছাড়া বিএনপির লিয়াজো কমিটির সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান জনাব আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, স্বৈরাচারকে পতন করার পর গণতন্ত্রের পুনরূদ্ধার করার জন্য আমরা যোগ্য মানুষের কাছে দায়িত্ব দিয়েছি। আমরা আশা করছি জনগণের দুর্ভোগ যেভাবে কমে সেদিকে তারা মনোনিবেশ করবে এবং যত দ্রুত সম্ভব গণতন্ত্রে ফিরে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত করবে।

ভ্যাট সম্পর্কে বলেন, তারা বিশেষ প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে যে সিদ্ধান্ত জনগণের ‍দুর্ভোগ বাড়ায় সে সরকার জনপ্রিয় হতে পারে না। তাই এই সরকারের অন্য কোনো পথ অবলম্বন করা প ্রয়োজন বলে মনে করি।

ভারতের বিএসএফ সম্পর্কে বলেন, আমরা চাই না আমাদের প্রতিবেশির সাথে সম্পর্ক খারাপ হোক। তবে এটা চাই না, তারা এমন কিছু করুক যাতে বোঝা যায় তারা আমাদের জনগণের মর্যাদাকে স্বীকৃতি দিচ্ছে না।

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমরা মনে করি বাংলাদেশে জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জরুরী হয়ে পড়েছে। বর্তমান সরকার গণআকাঙ্ক্ষা আশানুরূপ পূরণ করতে পারছে না। দ্রব্যমূল্য থেকে শুরু করে প্রায় সকল কিছুতে নিয়ন্ত্রণ হারিয়েছে।

সামনে ভ্যাট বাড়ানোর পর জনগণের দুর্ভোগ আরও কয়েক দফা বেড়ে যাবে। তাই নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে আগামী ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন করার আহ্বান জানাচ্ছি।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত