Wednesday, 22 January, 2025
Logo

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশ লেবার পার্টি ও ছাত্রমিশনের শ্রদ্ধাঞ্জলি অর্পন


প্রকাশিত: / বার পড়া হয়েছে


নিজস্ব প্রতিবেদক:

আজ ১৬ ডিসেম্বর (সোমবার) সকাল ৮টায় মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জহুরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান, ছাএমিশন সহ সভাপতি মোঃ শুভ আহমেদ সহ বিপুল সংখ্যক লেবার পার্টি ও ছাত্রমিশনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

“বাংলাদেশ ছাত্র মিশন”
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ ছাত্র মিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে।
এতে ছাত্রমিশন সহ সভাপতি মোঃ শুভ আহমেদ, ঢাকা মহানগর ছাত্রমিশনের আহবায়ক মোঃ রায়হান উদ্দিন সনি সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত