Sunday, 07 September, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সিন্ডিকেট সদস্য নির্বাচিত


প্রকাশিত: / বার পড়া হয়েছে


নয়াকাল ডেস্ক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ফেনীর কৃতি সন্তান, মাল্টিমোড গ্রুপ অব কোম্পানির সিইও, ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। 

গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। শনিবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

বিজ্ঞ‌প্তি‌তে আরও উল্লেখ করা হয় , ‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সদয় অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১ এর ১৬(৪) ও (৫) ধারা এবং প্রথম সংবিধির ২ (২) অনুচ্ছেদ অনুসারে ৮ ব্যক্তিকে আগামী ২ বছর ২০২৫ ও ২০২৬ সালের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হল।

সিন্ডিকেট কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান, কৃষি অনুষদের ডিন ড. জি.এম. মুজিবুর রহমান, নৌ- পরিবহন  মন্ত্রণালয়ের সাবেক সচিব শেখ এ কে মোতাহার, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ, বিশ্ব‌বিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দিন ও অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মইনুদ্দীন আহমদ এবং কমিউনিটি বেজড ম েডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত