Wednesday, 22 January, 2025
Logo

আটঘরিয়া তমা হত্যা মামলার প্রধান আসামী র‍্যাবের যৌথ অভিযানে গ্রেফতার

পাবনা, প্রতিনিধি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


গত ২৪ ডিসেম্বর দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের বাঁশঝাড় থেকে তমা খাতুন (১৬) নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গত ২৫ ডিসেম্বর আটঘরিয়া থানায় একটি হত্যা মামলা হয়। সেই মামলার প্রধান আসামী মোঃ আদম আলীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলার সদর থানার আশেকপুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামী মোঃ আদম আলীকে গ্রেফতার করে র‍্যাব-১২ পাবনা, এবং র‍্যাব-১৪ টাঙ্গাইল এর যৌথ আভিযানিক দল। গ্রেফতার আদম আলী সাবেক মেম্বার ও আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামীকে পাবনা জেলার আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র‍্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।

ভিকটিম তমার মা জানান, ষাইটগাছা গ্রামের সাবেক মেম্বার আদম আলী আমার ভাসুর হওয়ার সুবাদে নিয়মিতই আমার বাড়িতে আসা-যাওয়া করতো । আমার স্বামীর আমি ছাড়াও আরো দুইটা স্ত্রী রয়েছে, যার কারণে বিভিন্ন সময় আমাকে মারধর করত । আর সেই বিচার সালিশ করতে আসতেন আমার ভাসুর আদম আলী। একদিন আমার বাড়িতে এসে আমাকে একা পেয়ে জোরপূর্বক ভাবে, ভয় ভীতি দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। পরে বিভিন্ন সময় আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং ব্ল্যাকমেইল করে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতেন, আমাকে বলতেন কেউ কিছু জানতে পারলে তোকে প্রাণে মেরে দিবো।

প্রতিবারের মতো সেদিন ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখ সোমবারে আমার বাড়িতে আসেন আদম আলী,সেদিন আমার মেয়ে তমা তাকে চা বানিয়ে খাওয়া য়। তারপরে আমার মেয়ে তমাকে (১৬) বেরাতে যাওয়ার উদ্দেশ্যে নিয়ে যায় আদম আলী। পরে দীর্ঘ সময় পার হয়ে গেলে তমা বাড়িতে না আশায়,আমি আদমকে বার বার মোবাইলে কল দিতে থাকি কিন্তুু সে কল রিসিভ করে না ! পরে আমার স্বামী নায়েব আলী কাজে থেকে বাড়িতে আসলে আমি সবকিছু খুলে বলি।

তমার বাবা নায়েব আলী জানান, আমার চাচাতো ভাই আদম আলীকে আমি বেশ কয়েকবার কল দেওয়ার পরে তিনি রিসিভ করে বলেন আমি তোমার মেয়ে তমাকে বিস্কুট কিনে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি । একথা শুনে আমি পাগলের মত আমার মেয়েকে খুজা খুজি করি পরের দিন সকাল ১১ টার সময় আমার বাড়ির পাশে বাঁশ বাগানে আমার মেয়েকে মৃত অবস্হায় দেখতে পাই। প্রশাসনের কাছে আমার একটা অনুরোধ আমার মেয়েকে যেই খুন করেছে আমি তাহার বিচার চাই। এলাকার জনগণের ও একই দাবী তমার খুনের সাথে যারা জরিত তাদের যেন ফাঁসি চাই।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত