প্রকাশিত: / বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ ২ ও ৩ নং আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
৪ জানুয়ারি রোববার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক এর নেতৃত্বে এ যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়। যাচাই-বাছাই শেষে তিনটি আসনে মোট ৩৫ টি মনোনয়ন এর মধ্যে ২২ টি মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
ফেনী -০১:
মনোনয়ন পত্র জমাকারী ১০ জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করা হয়। এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস (আল্লামা মমিনুল হক) প্রার্থী মোহাম্মদ নাজমুল আলম আয়কর কপি দাখিল না করায়, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মো. ফিরোজ উদ্দিন চৌধুরী ভূমি উন্নয়ন কর না দেয়ায় এবং স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ভূঁইয়ার ১% স্বাক্ষর কম থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অন্যদিকে খালেদা জিয়ার বিকল্প ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক রফিকুল আলম মজনু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এস এম কামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী কাজী গোলাম কিবরিয়া, বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী মাহবুব মোর্শেদ মজুমদার, বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রার্থী আনোয়ার উল্লাহ ভূঞা ও জাতীয় পার্টির প্রার্থী মোতায়ের হোসেন চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষনা করেন।
ফেনী-২ :
ফেনী-২ (ফেনী সদর) আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র জমাকারী ৯ জন প্রত্যেকে বৈধ ঘোষণা করা হয়। ৫ জনের মনোনয়নপ
ত্র বাতিল করা হয়েছে।
হলফনামায় স্বাক্ষর না থাকায় ইনসানিয়াত বিপ্লবের তাহেরুল ইসলাম, রিটার্ন জমা না দেয়া বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে মো. হারুনুর রশিদ ভূঞা, এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. ইয়াকুব নবীর প্রার্থিতা বাতিল এস এম হুমায়ুন কবীর পাটওয়ারী, মোহাম্মদ ইসমাইলের মনোনয়ন বাতিল করা হয়।
বাকি মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন-গনঅধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম, বিএনপির অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের জসিম উদ্দিন, আমার বাংলাদেশ পার্টির মো. মজিবুর রহমান ভূঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশের একরামুল হক ভূঁইয়া, সমাজতান্ত্রিক দলের শামসুদ্দিন মজুমদার, খেলাফত মজলিস মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবুল হোসেন, আমজনতার দলের সাইফুল করিম মজুমদার।

ফেনী-৩:
ফেনী ৩ (দাগনভূঞা - সেনাগাজী) আসনে বিএনপির আবব্দুল আউয়াল মিন্টু, জামায়াতের ডা: ফখরুদ্দিন মানিক, ইসলামি আন্দোলনের সাইফ উদ্দিন শিপন সহ মোট ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করেন।
ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, ফেনী-১ আসনে ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। তার মধ্যে যাচাই-বাছাই শেষে ১জনের স্থগিত, ৩ জনের বাতিল এবং ৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফেনী-২ আসনে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। তার মধ্যে যাচাই-বাছাই শেষে ৫ জনের বাতিল এবং ৯ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।ফেনী ৩ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ ও ৫ জনের মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়েছে।
৩ টি আসনে মোট ৩৫ জনের মনোনয়ন জমা দেয়া হয়েছিল। যাচাই বাছাই শেষে রিটার্নিং অফিসার ২২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন এবং বাতিল কৃত প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলে জানান।