Thursday, 15 January, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

কোর্ট প্রাঙ্গণে স্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

ফেনী সদর থানা এলাকায় কোর্ট প্রাঙ্গণে স্ত্রীকে গালিগালাজ, প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।


জিডিতে অভিযোগ করেন তাহেরা আখতার (২৯)। তিনি জানান, তার স্বামী জাহেদুল ইসলাম (৩১) এর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে ফেনীর আদালতে সিআর মামলা নং-৭৩৮/২০২৫ চলমান রয়েছে।

অভিযোগে বলা হয়, গত ৩০ ডিসেম্বর ২০২৫ ইং দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ফেনী কোর্ট বিল্ডিং এলাকায় অভিযুক্ত জাহেদুল ইসলাম তাকে প্রকাশ্যে গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। একই সঙ্গে মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখায় এবং শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করে। এছাড়াও অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে জিডিতে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী তাহেরা আখতার ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে বিষয়টি ফেনী সদর থানায় সাধারণ ডায়েরীভুক্ত করার আবেদন করেন।

এ বিষয়ে ফেনী সদর থানা সূত্র জানায়, অভিযোগটি সাধারণ ডায়েরী হিসেবে রেকর্ড করা হয়েছে এবং বিষয়টি আইনগতভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত