প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনী সদর থানা এলাকায় কোর্ট প্রাঙ্গণে স্ত্রীকে গালিগালাজ, প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।
জিডিতে অভিযোগ করেন তাহেরা আখতার (২৯)। তিনি জানান, তার স্বামী জাহেদুল ইসলাম (৩১) এর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে ফেনীর আদালতে সিআর মামলা নং-৭৩৮/২০২৫ চলমান রয়েছে।

অভিযোগে বলা হয়, গত ৩০ ডিসেম্বর ২০২৫ ইং দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ফেনী কোর্ট বিল্ডিং এলাকায় অভিযুক্ত জাহেদুল ইসলাম তাকে প্রকাশ্যে গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। একই সঙ্গে মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখায় এবং শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করে। এছাড়াও অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে জিডিতে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী তাহেরা আখতার ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে বিষয়টি ফেনী সদর থানায় সাধারণ ডায়েরীভুক্ত করার আবেদন করেন।
এ বিষয়ে ফেনী সদর থানা সূত্র জানায়, অভিযোগটি সাধারণ ডায়েরী হিসেবে রেকর্ড করা হয়েছে এবং বিষয়টি আইনগতভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে।