প্রকাশিত: / বার পড়া হয়েছে
দৈনিক আমার দেশ এর দাগনভূঞা উপজেলা প্রতিনিধি মোকাররম হোসেন পিয়াস ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর কাকরাইলস্থ ইসলামি ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) তার রক্তের প্লাটিনাম ৪৫ হাজারে নেমে আসায় দাগনভূঞা ডায়াবেটিস হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
পিয়াসের পিতা একরামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান,২৩ ডিসেম্বর থেকে প্রচন্ড জ্বরাক্রান্ত হওয়ায় তাকে স্থানীয় উপজেলা ডায়াবেটিস হাসপাতালে নেওয়া হয়। পরিক্ষা-নিরীক্ষা শেষে ডেঙ্গু আক্রান্তের রিপোর্ট পেয়ে সেখানে ভর্তি করা হয়েছিল।
দুইদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার অবনতি ও রক্তের প্লাটিনাম ক্রমাগত নিচে নামতে থাকায় চিকিৎসকদের পরামর্শে শুক্রবার
সন্ধ্যায় ঢাকায় নিয়ে আসা হয়।
সন্তানের সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে তিনি সকলের দোয়া কামনা করেন।