প্রকাশিত: / বার পড়া হয়েছে
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে দাগনভূঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো ইসমাইলের বিরুদ্ধে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট চাওয়ার একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে।
ভিডিওতে তিনি বলেন, ১২ ই ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের বোঝাতে হবে।
তিনি আরো বলেন, আমাদের এই বিষয়ে কারো কোন কথা বলা যাবে না, আমরা এখানে মুরব্বিরা এসেছি, কারো কথায় বিব্রত না হয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে এবং আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচন পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে'।
ভোট চাওয়ার বিষয়ে দাগনভূঞা উপজেলা শিক্ষা অফিসার মো: ইসমাইলের কাছে জানতে চাইলে তিনি বলেন, সকালে নিজ এলাকায় নামাজ শেষে রাস্তায় হাটতে বের হলে, ছেলেরা দেখা করতে আসলে তাদের সাথে কিছু কথা বার্তা বলি তবে, নির্বাচন বা ভোট চাওয়া নিয়ে কোন কথা হয় নি। এটা আমার বিরুদ্ধে এক ধরনের গুজব ছড়ানো হচ্ছে' ভিডিওর বক্তব্যের বিষয়ে বলেন, আমি কি বলেছি, কে ভিডিও করেছে এটা জানি না।
মাধ্যমিক শিক্ষা অফিসারের ভোট চাওয়ার অভিযোগের বিষয়ে, দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা শাহীদুল ইসলাম বলেন, আমি এই বিষয়টি দেখেছি এবং শুনেছি, অন্যান্য রিটার্নিং কর্মকর্তাদের সাথে পরামর্শ করে উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।