Sunday, 07 September, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

আতাউর রহমান খান সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে চান

স্টাফ রিপোর্টার:

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ফাইল ফটো

শরীয়তপুরের কৃতিসন্তান, কানাডা প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক, দানশীল ব্যক্তিত্ব আতাউর রহমান খান সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। তিনি তাঁর মানবিক কর্মের মাধ্যমে তাঁর জন্মস্থান শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন তথা শরীয়তপুরসহ সারাদেশে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

জানাগেছে, আতাউর রহমান খান শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান। ১৯৮৮ সালে
জাজিরা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে করে ১৯৯১ আমেরিকা চলে যান। এর নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। এরপর ১৯৯৯ সালে কানাডা গিয়ে ব্যবসার সঙ্গে যুক্ত হন। তিনি কানাডায় দূর প্রবাসে থাকলেও নিজ জন্মস্থান শরীয়তপুর তথা বাংলাদেশের কথা এক মুহূর্তের জন্য ভুলে যাননি। তাই এলাকার মানুষের বিপদে আপদে, সুখে-দুখে পাশে থাকেন।

তিনি আত্ম মানবতার সেবার জন্য আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। ওই ফাউন্ডেশনের মাধ্যমে এলাকায় দরিদ্রদের আর্থিক সহযোগিতা, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, বেকারদের কর্মসংস্থান, প্রতি মাসে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, গৃহহীনদের ঘর উপহার সহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছেন। এছাড়াও এলাকার যুবকদের মাদক মুক্ত রাখতে খেলাধূলার প্রতি আগ্রহী আতাউর রহমান খান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করেছেন। এই ক্লাবের মাধ্যমে তিনি বছরের বিভিন্ন সময়ে ফুটবল, ক্রিকেট, হাডুডু, নৌকা বাইচ সহ খেলাধূলার আয়োজন করে থাকেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই বছর জুড়ে উৎসব মুখর পরিবেশে তা সম্পন্ন হয়। এসব কর্মকান্ডে বিভিন্ন সরকার-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক ব্য ক্তিবর্গ, সাংবাদিক সহ অনেকেই অংশগ্রহণ করেন। এসব কর্মকান্ডের জন্য তিনি এলাকায় মানুষের হৃদয়ের মনি কোঠায় স্থান করে নিয়েছেন। দল মত নির্বিশেষে তিনি সবার অতি আপনজন। 

আর জানাগেছে, আতাউর রহমান খান নিজস্ব অর্থে একটি রাস্তা নির্মাণ করেছেন। অসহায় গরিব মেয়েদেরকে বিয়ের ব্যাপারে সাহায্য করেছেন। এ পর্যন্ত গরীবদের মাঝে ১০০ টি রিক্সা ভ্যান দান করেছেন। এমনকি ২০২৪ সালে ফেনীতে যখন বন্যা হয়। তখন এই আতাউর রহমান খান প্রচুর খাদ্য সামগ্রী বিতরণ করেন  এবং উদ্ধার কাজের জন্য দুইটা স্পিডবোট দিয়েছিলেন।

এ ব্যাপারে স্থানীয় অনেকেই বলেন, আতাউর রহমান খান বিদেশে থাকলেও নিজ এলাকার মানুষের কথা ভুলে যাননি। কোনো স্বার্থ ছাড়াই মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তার কারণে অনেকের আর্থসামাজিক উন্নতি ঘটেছে। আমরা তাঁর জন্য দোয়া করি। 

সংগঠনের সভাপতি মো.সুরুজ আহম্মেদ খান বলেন, আতাউর রহমান খান ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। এই ফাউন্ডেশন আগামী দিনেও ভালো কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

এ ব্যাপারে আতাউর রহমান খান, আর স্বপ্ন শরীয়তপুরের প্রত্যেকটা পরিবার যেন নিজস্বভাবে স্বয়ংসম্পন্ন হতে পারে। সেই লক্ষ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে আমি একটা ওল্ড হোম করতে চাই, যাতে কোনো অসহায় বাবা-মায়ের শেষ বয়সে কষ্ট না হয়। আমি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এজন্য সকলের দোয়া কামনা করছি।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত