Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সখিপুর থানার চরভাগায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিকদার ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ও অবিলম্বে বিচার দাবিতে মানববন্ধন করা করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার চরভাগা সিকদার বাড়ী স্কুলের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক নারীপুরুষ অংশগ্রহণ করেন। 

এসময় বক্তারা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে ঈদের দিন ফরজের নামাজ শেষে বাড়ি ফেরার সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিকদারের ওপর জব্বার শিকদারের নেতৃত্বে 
আকবর শিকদার, খালেক শিকদার, আফজাল শিকদার, তৈয়ব আলী শিকদার, সাকিব শিকদার, সালমান শিকদার, কুলসুম বেগম, মাহমুদা বেগম ও নাবিলা শিকদার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এসময় তাকে বাঁচাতে এসে রশিদ শিকদারের ছেলে আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন ও সাখাওয়াত হোসেন সহ পরিবারের সদস্যরাও আহত হয়। গুরুতর আহত রশিদ শিকদার বর্তমানে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে, আমরা এঘটনায় মামলা করার পর ১ জনকে গ্রেপ্তার করায়, সে বর্তমানে কারাগারে রয়েছে। বাকিরা আদালত থেকে জামিন নিয়েছেন। উল্টো তারা আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আর জামিন পেয়ে তারা আমাদের নানানভাবে হুমকি ধমকি দিয়ে চলছে। আমরা এর বিচার চাই। অবিলম্বে এই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এব্যাপারে অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

এব্যাপারে সখিপুর থানার ওসি ওবায়েদুল হক বলেন, এঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। বাকি আসামীরা বর্তমানে জামিনে মুক্ত রয়েছে। আর মামলা তদন্তাধীন রয়েছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত