Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই রাষ্ট্র সংস্কার আন্দোলনের যাত্রা শুরু : ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই রাষ্ট্র সংস্কার আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল।

১২ মার্চ (বুধবার) যুব অধিকার পরিষদ দক্ষিণের আয়োজনে সেগুনবাগিচা রয়েল এ্যারোমাতে অনুষ্ঠিত  আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে, গনঅধিকার পরিষদের আহবায়ক সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুর উক্ত মন্তব্য করেন। 

ঢাকা দক্ষিনের যুব অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর হিরনের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, গণমাধ্যম বিষয়ক সম্পাদক আবু হানিফ, দপ্তর সম্পাদক সাকিল উজ্জামান, উচ্চতর পরিশোধ সদস্য, অ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী, শহিদুল ফাহিম, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মনজুর মোরশেদ মামুন, মেহেন্দি গন্জ উপজেলার সাধারণ সম্পাদক নাজমুল হাসান কানন সহ গনঅধিকার, যুব অধিকার, ছাত্র অধিকার ও অঙ্গ ও সহযোগী সংঘটনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ভিপি নুর আরো বলেন, বিগত সরকারের মত আপনারাও যদি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে মানুষের দুর্ভোগের কারন হয়ে দাড়ান, তাহলে জাগ্রত জনতা আপনাদের ও ক্ষমা করবে না। কঠিন সময়ের দুর্যোগ, দুর্ভোগ পাড়ি দিয়ে খুব অল্প সময়ে গনঅধিকার পরিষদ মানুষের মনে যে জায়গা করে নিয়েছে তা ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার জন্য নেতা কর্মিদের সোচ্চার থাকার আহবান জানান।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত