Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় অভিজ্ঞ দল বাংলাদেশ

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

অভিজ্ঞতা বিবেচনায় অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ।

২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে খেলা ছয়জন খেলোয়াড় এবারের আসরেও খেলবেন। সে বছর সেমিফাইনালে খেলেছিল টাইগাররা। যা আইসিসি ইভেন্টে বাংলাদেশের সেরা সাফল্য।

২০১৭ সালের আসরে বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। যারা এবারের দলেও আছেন।

গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা সাতজন খেলোয়াড় নিয়ে এবার মাঠে নামবে অস্ট্রেলিয়া। গত আসরে অসিদের হয়ে মাঠে নামা খেলোয়াড়রা হলেন- স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, এডাম জাম্পা এবং জশ হ্যাজেলউড। তাই অভিজ্ঞতা বিবেচনায়  তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া।

তৃতীয়বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবেন ম্যাক্সওয়ে ও স্টার্ক।

বাংলাদেশের পরই আছে ভারত। গত আসরে ভারতের হয়ে খেলা পাঁচজন- বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ড্য, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি আছেন এবারের দলে। এরমধ্যে কোহলি ও রোহিত তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন।

১৯৯৮ সালে ‘আন্তর্জাতিক কাপ’ নামে বাংলাদেশে প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়। ঐ সময় টেস্ট স্ট্যাটাসও পায়নি বাংলাদেশ। উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা।

দুই বছর পর কেনিয়ায় অনুষ্ঠিত ‘আইসিসি নকআউট’ ট্রফি জিতে নেয় নিউজিল্যান্ড।

২০০২ সালে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা এবং ভারত। সে আসরে টুর্নামেন্টের নাম ছিলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজ, ২০০৬ ও ২০০৯ সালে অস্ট্রেলিয়া ট্রফি জিতে নেয়।

২০১৩ সালে ভারত এবং ২০১৭ সালে সর্বশেষ টুর্নামেন্ট শিরোপা জিতে পাকিস্তান।

এই আট আসরের অন্তত একটিতে খেলা চার দলের তিনজন করে ক্রিকেটার আছে। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন তৃতীয় এবং টম লাথাম, মিচেল স্যান্টনার দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন।

পাকিস্তানের আছেন বাবর আজম, ফখর জামান ও ফাহিম আশরাফ। তবে এটি তাদের দ্বিতীয় টুর্নামেন্ট হবে। ২০১৭ সালে প্রথমবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন তারা।

ইংল্যান্ড দলেও তিনজন খেলোয়াড় আছেন। তারা হলেন- জো রুট, জশ বাটলার ও আদিল রশিদ। রুট ও বাটলার তৃতীয় এবং রশিদ দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন।

দক্ষিণ আফ্রিকা দলেও তিনজন খেলোয়াড় আছেন। ডেভিড মিলার, কাগিসো রাবাদা ও কেশব মহারাজ দ্বিতীয় চ্যাম্পিন্স ট্রফি খেলবেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত