প্রকাশিত: / বার পড়া হয়েছে
এন আর আাই জুয়েলারি আয়োজিত ডিসিএ চ্যাম্পিয়ন ট্রপি ২০২৫ গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত
শুক্রবার (২৪ জানুয়ারী ২০২৫) ডিসিএ ১৮ তম আসরের ফাইনাল খেলায় প্রতিযোগিতা করেন গত বারের রানার্সআপ কর্তাম ক্রিড়া চক্র বনাম আলাইয়াপুর স্পোর্টিং ক্লাব। সকাল ১০ টায় প্রথম ইনিংসে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কর্তাম ক্রিড়া চক্র। নির্ধারিত ১৫ ওভারের খেলায় আলাইয়াপুর স্পোর্টিং ক্লাব ২০১ রান সংগ্রহ করেন। জবাবে বিকাল ২.৩০ এ কর্তাম ক্রিড়া চক্র মাঠে দেরী করে প্রবেশ করায় আয়োজক কমিটি ১ ওভার কর্তন করে ১৪ ওভার নির্ধারণ করেন। কর্তাম ক্রিড়া চক্র ১৪ ওভারে ২০২ রান তাড়া করতে নেমে ২ বল বাকী থাকতেই কাঙ্খিত রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এর আগে এবারের ১৮ তম আসরে, গত ২৬ ডিসেম্বর শুরু হওয়া টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।
পরে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়, বিজয়ী দল কর্তাম ক্রিড়া চক্রকে চ্যাম্পিয়ন ট্রপির সাথে নগদ ১ লক্ষ টাকা প্রাইজ মানি প্রদান করা হয়। রানার্সআপ দল আলাইয়াপুর স্পোর্টিং ক্লাবকে ট্রপির সাথে ৭০ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা হয়।
উক্ত গ্রান্ড ফাইনাল ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী জেলার সহকারী জেলা প্রশাসক ইসমাইল হোসেন, বিশেষ অতিথি ছিলেন, দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার স. ম. আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, দাগনভূঞা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কাজী সাইফুর রহমান স্বপন, শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি কামাল হোসেন, বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিল েন এন আর আই জুয়েলার্সের স্বত্বাধিকারী নজরুল ইসলাম, ডিসিএ প্রধান উপদেষ্টা ফারুক আহমেদ সুমন।
পরে দাগনভূঞা ক্রিকেট এসোসিয়েশন ডিসিএ র সভাপতি আবদুল আউয়াল বাবলু, ডিসিএ ১৮ তম আসরের সফল সমাপ্তির জন্য আয়োজক সহ সকল কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।