প্রকাশিত: / বার পড়া হয়েছে
টিকটকের ওপর এক বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে আলবেনিয়া। গত মাসে এক কিশোর হত্যাকে কেন্দ্র করে শিশুদের ওপর সামাজিক মাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির প্রধানমন্ত্রী এডি রামা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরো নিরাপদ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে আলোচনার পর নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
রামা বলেন, এক বছরের জন্য আমরা সম্পূর্ণরূপে টিকটক বন্ধ রাখব। আলবেনিয়ায় টিকটক থাকবে না।
এ বিষয়ে টিকটকের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামের মতো বেশ কয়েকটি ইউরোপীয় দেশে শিশুদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর আগে নভেম্বরে ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যমের সম্পূর্ণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত অনুমোদন করেছে অস্ট্রেলিয়া।
টিকটকসহ সামাজিক মাধ্যমগুলোর ওপর দায় চাপিয়ে রামা বলেছেন, এগুলো যুবকদের মধ্যে সহিংসতা উসকে দিচ্ছে।
চৌদ্দ বছর বয়সি এক স্কুলছাত্রের হত্যাকে কেন্দ্র করে সরকার এ সিদ্ধান্তে পৌঁছেছে। গত নভেম্বরে এক সহপাঠীর হাতে ছুরিকাঘাতে ওই ছাত্রের মৃত্যু হয়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সামাজিক মাধ্যমে তাদের মধ্যে তর্কাতর্কি থেকে ওই হত্যাকাণ্ড ঘটে। এ নিষেধাজ্ঞা আ গামী বছরের শুরুতে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।