Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

দাগনভূঞা (ফেনী) জামায়াত নেতৃবৃন্দের সাথে রিপোর্টার্স ইউনিটির মত বিনিময় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

দাগনভূঞা রিপোটার্স ইউনিটির সাথে দাগনভূঞা উপজেলা জামায়াত নেতৃবৃন্দের পরিচয় ও মত বিনিময় ২৯ জানুয়ারী (বুধবার) রাত ৯ টায় স্থানীয় রেডিসন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াত ইসলামি দাগনভূঞা উপজেলা প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন, দাগনভূঞা উপজেলা আমির গাজী ছালেহ উদ্দিন, সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, সাবেক আমির ও ফেনী জেলা সূরা সদস্য এ এস এম নুর নবী দুলাল, সাবেক পৌর সভার প্যানেল মেয়র ও নব নির্বাচিত বিআরডিবি সভাপতি নজির আহাম্মদ, পৌর সেক্রেটারি কামরুজ্জামান, ৩ নং পূর্ব চন্দ্র পুর ইউনিয়ন আমির আবদূল ওহাব, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক নুরুল আলম, ৬ নং ওয়ার্ড সভাপতি লিয়াকত আলী। 

দাগনভূঞা রিপোটার্স ইউনিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, জুলফিকার আলম, দেওয়ান ইকবাল, নুর হোসেন, সুমন পাটোয়ারী, আবদুল মুনাফ পিন্টু, মো: শাখাওয়াত হোসেন টিপু, জিয়াউল হক পিন্টু ও মো: ফখরুল ইসলাম। 

সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার রিপোটার্স ইউনিটির কর্যক্রম বিষয়ে জামায়াত নেতৃবৃন্দেকে অবহিত করেন, এবং অপ-সাংবাদিকতা রোধ করে প্রকৃত সাংবাদিকদের মূল্যায়নে জামায়াত নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। 

জামায়াত নেতৃবৃন্দের পক্ষে নব নির্বাচিত বিআরডিবির সভাপতি ভুয়া আইডি থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গের মানহানির বিষয়ে রিপোটার্স ইউনিটিকে তৎপর থেকে তাদের খুঁজে বের করার আহবান করেন। 

দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী ছালেহ উদ্দিন গণমাধ্যম কর্মিদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেত ন থেকে বস্তুনিষ্ঠ সংবাদ এবং খবরের ভেতরের খবর উপস্থাপনের উপর জোর দাবি জানান। এবং রিপোটার্স ইউনিটির সার্বিক সাফল্য কামনা সহ যে কোন প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

পরে জামায়াতের পক্ষ থেকে রিপোটার্স ইউনিটির সকল সদস্যর জন্য ২০২৫ সালের ডায়েরি উপহার দেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত